Monday, January 28, 2019

আপনি কখনোই একসাথে সবার পছন্দের পাত্র হতে পারবে না।

আপনি কখনোই একসাথে সবার পছন্দের পাত্র হতে পারবে না। যে কাজটির জন্য কেউ আপনাকে পছন্দ করবে, ঠিক সেই কাজটির জন্যই অন্য কেউ আপনাকে অপছন্দ করবে।

যে কাজটির জন্য আপনি কারো কাছ থেকে প্রশংসা পাবেন, ঠিক সেই কাজটির জন্যই কেউ আপনাকে গালি দিবে।

এই যে কেউ-কেউ আপনাকে অপছন্দ করছে, গালি দিচ্ছে, এর মানে এই না যে আপনি ভুল কিছু করছের। কখনো কখনো সঠিক কাজটি করার জন্যও আপনি কারো কাছে অপছন্দের পাত্র হয়ে যাবে।

কেউ-কেউ আপনার নাম ধরে গালি দিবে। এতে হতাশ হওয়ার কিছু নেই। বেডরুমের ডিম লাইট যদি আকাশের চাঁদকে গালি দেয় তাতে চাঁদের কিছু যায় আসে না।
যারা আপনার প্রশংসার জোয়ারে
ভাসাচ্ছে তাদের কথায়ও নিজেকে
কথিত 'একটা কিছু' ভাবারও কিছু নেই।
খুনির পক্ষেও উকিল থাকে। জঘন্য রকম অন্যায় করার পরও কেউ-কেউ বলবে 'উচিত কাজ করেছেন,।
আম আঁকতে গিয়ে আলু এঁকে ফেলার পরও কেউ-কেউ বলবে 'অসাধারণ! আমি তো আমের মিষ্টি গন্ধ পাচ্ছি!' এদের এই প্রশংসা করার পেছনে
হয় নিজের স্বার্থ জড়িয়ে থাকে, নয়
থাকে তোমার নজরে আসার নিখুঁত
প্রচেষ্টা। আবার কখনো কখনো প্রশংসা করে আপনাকে গোল্লায় নিয়ে
যাওয়ার জন্যও কয়েকজনকে এক পায়ে খাড়া পাবে।

ভুয়া প্রশংসা শোনার চেয়ে অযথা
কারো অকথ্য গালি শোনা স্বাস্থ্যের
জন্য ভাল।
পছন্দ অপছন্দ দুইটি নিয়েই আপনাকে চলতে হবে। আপনি রোবট হলে যখন যার মতো খুশি সুইচ চেপে নিজেকে পরিবর্তন করে নিতে পারতেন।

যেহেতু আপনি মানুষ সেহেতু
আপনাকে আপনার মতই চলতে হবে। কারো অফুরন্ত প্রশংসা বা অকথ্য গালি কোনটাই যেন আপনাকে আপনার নিজ অবস্থান থেকে বিচ্যুত না করে।
লোকে অনেক কথাই বলে। আপনাকে
শুনতে হবে আপনার নিজের কথা; চলতে হবে নিজের মতো।

সবার মন যুগিয়ে যে চলতে চায় সে ব্যক্তিত্বহীন।
""

No comments:

Post a Comment