Tuesday, September 19, 2017

দাগনভূঞা উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনের বাড়ি থেকে মাদক ও অস্ত্র উদ্ধার (ভিডিও) | Reporter Ariful

দাগনভূঞায় ভাইস চেয়ারম্যানের বাড়ি থেকে মাদক ও অস্ত্র উদ্ধার 

ফেনীর দাগনভূঞা উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুনের বাড়ি থেকে ১৩ বোতল ফেন্সিডিল, গাঁজা ও বিপুল পরিমাণ মাদক ব্যবহার সামগ্রী উদ্ধার করে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় ভাইস চেয়ারম্যানের বাড়িতে তার ভাইয়ের ঘর ও বাড়ির পেছনের বাগান থেকে উদ্ধার করা হয় কয়েক’শ বোতল খালি ফেনসিডিলের বোতল, ১৩ বোতল ফেন্সিডিল, বিপুল পরিমাণ মাদক সামগ্রী, ২টি দেশীয় অস্ত্র। 

অভিযানের খবর পেয়ে মোবাইল ফোন রেখেই পালিয়ে যাই লিটন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শককে নির্দেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। আরো অভিযান পরিচালনা করা হয় শর্শদীর সুন্দরপুর গ্রামের পুলিশ খাজুর পুকুরে। এই পুকুর পাড় থেকে ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা জানান, এই উপজেলার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে ভয়ংকর এই সন্ত্রাসী। তার বাড়ি এক বিরাট মাদকের আস্তানা।

জেলা প্রশাসক মহোদয়ের প্রতিশ্রুত মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান উপস্থিত ছিলেন।


No comments:

Post a Comment