এবার তাহসানের ফেসবুক অ্যাকাউন্ট গায়েব! | Tahsan Mithila | Reporter Ariful
এবার তাহসানের ফেসবুক অ্যাকাউন্ট গায়েব!
রহস্য যেন পিছুই ছাড়ছে না কণ্ঠশিল্পী তাহসান ও মিথিলা’র বিচ্ছেদ কাহিনীর। তাদের বিচ্ছেদ নিয়ে বাংলাদেশ তথা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ যে পরিমাণে আলোচনা-সমালোচনা করেছেন তাতে এই দম্পতি যে কতটা জনপ্রিয় তা বোঝা গেল। বিশেষ করে তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ কথা বলেছেন তা অবাক করার মত।
কিন্তু ঘটনা ঘটে যাওয়ার একদিন পরেই তাহসান ও মিথিলা ডিভোর্স নিয়ে যে স্ট্যাটাসটি দিয়েছিলেন তা মুছে নেন পেইজ থেকে। এরপর থেকে আবারও শুরু হয় জল্পনা-কল্পনা। তাহলে কি মিলে যাচ্ছেন তাহসান-মিথিলা। এই রহস্যের শেষ না হতেই এখন ফেসবুক অ্যাকাউন্ট থেকেও গায়েব হয়ে গিয়েছেন তাহসান। ফেসবুকে তাহসানের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করা হয়েছে।
এখন তার ভক্তরা আবারও প্রশ্ন তুলেছেন তাহলে কি আবারও সংসার শুরু করবেন তারা। আর যদি বিষয়টি নিষ্পত্তি না হয়েই থাকে তাহলে কেন ডিভোর্সের স্ট্যাটাসটি মুছে ফেললেন আর কেনইবা ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করেছেন। তাহলে কি অন্য কিছু ঘটতে যাচ্ছে তাহসান-মিথিলার সম্পর্কে? প্রশ্নটি থেকেই গেল।
No comments