আমাদের নাকি ডিভোর্স হয়ে গিয়েছে! : অপু বিশ্বাস | Shakib Apu Got Divorce | Reporter Ariful
‘শাকিব-অপু’ জুটি বর্তমানে ঢাকাই ছবির বহুল আলোচিত বিষয়ের একটি। সম্প্রতি সময়ে বিভিন্ন বিষয়ে আলোচনায় এসেছেন তারা। ২৫ জুলাই দুপুরে খবর প্রকাশিত হয় ডিভোর্স হয়ে গেছে এই জুটির। আর এ খবর দেখার অপু বিশ্বাসের চোখ কপালে উঠে গেছে! কারণ তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমি তখন বাবুকে খাওয়াচ্ছিলাম। হঠাৎ করেই ম্যাসেঞ্জারে দেখি অনেকেই আমাকে বলছেন, আমাদের (শাকিব-অপু) ডিভোর্স হয়ে গিয়েছে। এরপর আমি একটি পত্রিকার নিউজের লিংক দেখলাম। সেখানে দেখি তারা লিখেছে আমাদের নাকি ডিভোর্স হয়ে গিয়েছে।’
তিনি বলেন,‘বিষয়টি নিয়ে আমার সাথে তারা কেনো কথাই বলেনি। মনগড়া সংবাদ প্রকাশ করেছে তারা। আমি আর শাকিব ভালো আছি। আমি নিজেকে ফিট করছি। আর শাকিব নিজে শাকিবের কাজ নিয়ে ব্যস্ত। আমি আমার বাবার বাড়ি আছি কারণ শ্বশুর বাড়ি থাকলে সেভাবে বাচ্চাটাকে সময় দিতে পারব না।’
অপু আরও বলেন, ‘তালাকের মতো সেনসিটিভ ইস্যু নিয়ে কীভাবে ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হতে পারে তা আমার বোধগম্য নয়। যারা এ ধরনের ভিত্তিহীন সংবাদ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। মনগড়া সংবাদ দিয়ে অনেকেই পাঠক টানার চেষ্টা করেন। যা মোটেও কাম্য নয়।'
শাকিব-অপু পুত্র আব্রাম খান জয়ের জন্মের সময় দীর্ঘদিন মিডিয়ার আড়ালে ছিলেন তিনি। ফিরে এসেই শাকিব খানের সঙ্গে বিয়েসহ নানা বিষয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন। কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর জন্ম হয় শাকিব-অপুর ছেলে আব্রাহাম খান জয়ের।
No comments