সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন নড়াইলের মাশরাফি !! Mashrafe News Update ! Reporter Ariful
সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন নড়াইলের মাশরাফি !! Mashrafe News Update !
২০১৯ বিশ্বকাপ বেশ দূরে। বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি মোটামুটি একরকম চূড়ান্তই করে ফেলেছেন ইংল্যান্ড-ওয়েলস বিশ্বকাপের আগেই অবসর নিয়ে ফেলবেন।খেলা ছাড়ার পর নাইমুর রহমান দুর্জয়র মত রাজনীতিতেই নাম লিখাবেন তিনি। যতটা জানা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনেই নিজ এলাকা নড়াইল থেকে প্রার্থী হচ্ছেন মাশরাফি। আগামী নির্বাচন হবে ৩১ অক্টোবর ২০১৮ থেকে ২৮ জানুয়ারী ২০১৯ এর মধ্যে কোন এক সময়ে। আর বিশ্বকাপ অনুষ্ঠিত হবার কথা ৩০ মে থেকে। কাজেই নির্বাচন করতে হলে আগেই খেলা থেকে সরে দাড়াতে হবে ম্যাশকে। চিত্রা পারের ছেলে কৌশিকের দেখতে দেখতে জাতীয় দলে খেলার বয়স হয়ে গেছে ১৬ বছরের বেশী।ইনজুরিকে চোখ রাঙ্গানি দিয়ে খেলা চালিয়ে গেলেও এরই মধ্য টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। ওয়ানডে থেকেও খুব সম্ভবনা তার ২০১৮র মাঝামাঝি সরে দাড়ানোর। মাশরাফির চাচা আওয়ামী লিগের রাজনিতীর সঙ্গে যুক্ত।শেখ হাসিনাও ব্যাপক পছন্দ করেন মাশরাফিকে। তাই ক্রিড়ামোদী প্রধানমন্ত্রী তার পছন্দের মানুষকেই নমিনেশন দিতে চান নড়াইল থেকে। আওয়ামীলিগ সভানেত্রী,বর্তমান প্রধানমন্ত্রী মাশরাফিকে নাকি নির্বাচনের প্রস্তুতি গ্রহনের বার্তাও দিয়েছেন। জাতীয় দলের সাফল্যর পর যতবার দলকে সংবর্ধনা দিয়েছেন সেখানে মাশরাফিকে আলাদাভাবে নির্বাচন প্রসঙ্গে পরামর্শও দিয়েছেন।সেখানে প্রতিশ্রুতি না দিলেও মাশরাফির ইচ্ছে আছে জাতীয় নেতৃত্বে আসার। অবশ্য বিভিন্ন সময়ে রাজনিতী আসা প্রসঙ্গে সাংবাদিকদের নাই বলে এসেছেন মাশরাফি।
পুরো বাংলাদেশেই ব্যাপক জনপ্রিয় তিনি,নিজ এলকাতেতো কথায় নেই। সময় পেলেই ভালোবাসার শহর নড়াইলে ছুটে যান মাশরাফি। নির্বাচনের জন্য নয়,গ্রামের মানুষের বিপদে পাশে থাকেন সবসময়।প্রতিবারের মতো এবারও ঈদ করেছেন বাড়িতে।তার সাথে দুর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন দেখা করতে। এলকারা মানু
মাশরাফির মত মানুষের সংসদে আসা জরুরী কিন্তু ভক্তরা মনে করেন অন্তত ২০১৯ বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দিক নড়াইল এক্সপ্রেস।তার হাত ধরেই বিশ্বক্রিকটের নতুন শক্তিতে আর্বিভুত হয়েছে আজ বাংলাদেশ।২০১৫ বিশ্বকাপে উঠেছে কোয়ার্টার ফাইনালে,২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে,ভারত-পাকিস্তান,দক্ষিন আফ্রিকার মত দলকে দ্বিপাক্ষীয় সিরিজে তার নেতৃত্বে যেভাবে কুপোকাত করেছে বাংলাদেশ তাতে মাশরাফির কাধে হাল থাকলে আরো বড় সাফল্য আশা করাই যেতে পারে ২০১৯ বিশ্বকাপে।কিন্তু বাস্তবতা হচ্ছে বয়স বাড়াচ্ছে,ইনজুরির আশঙ্কা থাকছে,তাই ২০১৯ অনেক দূরের পথ মাশরাফির জন্য। তাই শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে আগামীতে নৌকা হাতে মাশরাফিকে সংসদ সদস্য দেখা গেলে অবাক হবার কিছুই থাকবে না।
মাশরাফির মত মানুষের সংসদে আসা জরুরী কিন্তু ভক্তরা মনে করেন অন্তত ২০১৯ বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দিক নড়াইল এক্সপ্রেস।তার হাত ধরেই বিশ্বক্রিকটের নতুন শক্তিতে আর্বিভুত হয়েছে আজ বাংলাদেশ।২০১৫ বিশ্বকাপে উঠেছে কোয়ার্টার ফাইনালে,২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে,ভারত-পাকিস্তান,দক্ষিন আফ্রিকার মত দলকে দ্বিপাক্ষীয় সিরিজে তার নেতৃত্বে যেভাবে কুপোকাত করেছে বাংলাদেশ তাতে মাশরাফির কাধে হাল থাকলে আরো বড় সাফল্য আশা করাই যেতে পারে ২০১৯ বিশ্বকাপে।কিন্তু বাস্তবতা হচ্ছে বয়স বাড়াচ্ছে,ইনজুরির আশঙ্কা থাকছে,তাই ২০১৯ অনেক দূরের পথ মাশরাফির জন্য। তাই শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে আগামীতে নৌকা হাতে মাশরাফিকে সংসদ সদস্য দেখা গেলে অবাক হবার কিছুই থাকবে না।
No comments