Header Ads

ডিভোর্সের খবরে মেয়েরা বিয়ে করতে চাইছে তাহসানকে, অভিনেত্রী মিম ও পিয়াকে দুষছেন ভক্তরা! (ভিডিও )


 

ডিভোর্সের খবরে মেয়েরা বিয়ে করতে চাইছে তাহসানকে, অভিনেত্রী মিম ও পিয়াকে দুষছেন ভক্তরা!

ডিভোর্সের কথা স্বীকার করলেন তাহসান-মিথিলা। এ প্রসঙ্গে তাহসানের দেওয়া ফেসবুক স্ট্যাটাসের নিচে আসছে মিশ্র প্রতিক্রিয়া। বেশিরভাগ মেয়েরাই তাহসানের স্ট্যাটাসে এসে, কমেন্ট বক্সে অন্য মেয়েদের মেনশন করছে। মেয়েদের মধ্যে অনেকেই বিশ্বাস করতে চাইছে না ডিভোর্সের বিষয়টি। তাহসান মিথিলার রয়েছে একটি ফুটফুটে সন্তান। অনেকেই সেই সন্তানের কথা বিবেচনা করে ডিভোর্স বাতিল করার অনুরোধ করেছেন তাদের। কমেন্টে দুষ্টুমিও করেছেন অনেকে। এসেছে অশ্লীল মন্তব্যও। ছেলেরা বলছে- এটা মেয়েদের জন্য খুশির সংবাদ। কিছু কিছু মেয়ে তাহসানকে লিখেছে- এখন আমাকে বিয়ে করে ফেলুন! দুঘণ্টা আগে দেওয়া স্ট্যাটাসটি শেয়ার হয়েছে ২৫ শ এর অধিক এবং কমেন্ট এসেছে প্রায় চার হাজার। ডিভোর্স প্রসঙ্গে তাহসানের দেওয়া স্ট্যাটাসে যেসব কমেন্ট এসেছে, সেগুলো থেকে উল্লেখযোগ্য কিছু কমেন্ট পড়ুন এখানে:
Saima Mily: এখন আমাকে বিয়ে করে ফেলুন…. #Tahsan
Nusrat Jahan: অনেক মাইয়াদের জন্য খুশীর নিউজ এইটা।
Priani Maleque: কেউ না জানুক আমি জানি আমি তোমার।
Afsana Rumky: তাহসান এখন যান মীমের সাথে ওপেনলি প্রেম করেন। ফালটু অ্যাক্টর। আগে আপনাকে অনেক ভালো লাগতো। এখন পুরাই ফালতু।
Nazmus Shakib Abir: পিয়া বিপাশার প্রেমে পড়ছে ভাইয়ে হয়তো।
Sabbir Ahamed Sawon: ভাইজান আপনি কি মিমের সাথে কোন সম্পর্কে জড়িয়ে পড়েছেন নাকি?
Nasir Uddin: এর পিছে পিয়া বিপাশার হাত নাই তো?
Nasir Uddin: মাইয়ারা কই! কপাল আবার খুলছে!
MD Abdul Mannan: মেয়েরা এই সুযোগ হাতছাড়া করতে চাইবে না!
Hasan Sakib: অন্য মেয়েদের কপাল খুলে দিলেন।
Jinat Mukta Mithila Akter: বোইন তোর তাহসান পাগল হইয়া গেছে।
Shathi Khandoker: আপনাদের মেয়ে টা কি সুন্দর তার কথা চিন্তা করবেন না কেমন বাবা মা।
অন্ধকারের জননী: আমার কিচ্ছু ভালো লাগছে না।
Afrin Sanjana: কষ্ট পেলাম আমার খুব পছন্দের কাপল ছিলেন।
Nila Datta: তোমাদের মেয়ের মুখের দিকে তাকিয়ে সবকিছু মানিয়ে নাও মেয়েটি এতিম করো না ভগবান তোমাদের সহায় হক।
Aboni Raima: আপনারা হাজার মানুষের আদর্শ কাপল, যাদের দেখে অনেকেই অনুপ্রাণিত হয় যে কি করে মিষ্টি একটা সংসার সাজাতে হয়,আর আপনারাই এমন একটা সিদ্ধান্ত নিচ্ছেন। আপনারা দুজনেই আমাদের সবার কাছে প্রেম ভালবাসার রোল মডেল হিসেবে আছেন, তাই এই ধরনের ডিসিশনস অন্তত আপনাদের কাছে থেকে আমরা আশা করিনি।
Safia Sultana: এটা হলে তাহসানের গান আর শুনবো না।
মেঘাচ্ছন্ন নাজমা: ফর গড সেক এমন কাজ করবেন না! আসলে আপ্নাদের ভালবাসার ওপর কুনজর পরেছে! যার পরিনতি এই ডিভোর্স কোন প্রবলেম এর সল্যুশন হতে পারে না! কাইন্ডলি একবার ভেবে দেখবেন কিউট ভাইটু
Riaz Hossain Elias: আপনার মানুষের আদর্শ আপনার যদি এইসব করেন তাহলে মানুষ আপনাদের দেখে কি শিখবে?
(কমেন্টগুলোর শব্দ ও বাক্য অপরিবর্তিত রাখা হয়েছে। শুধুমাত্র ইংরেজি বর্ণে লেখা বাংলা বাক্যগুলোকে বাংলা বর্ণে রুপান্তর করা হয়েছে)

No comments

Powered by Blogger.