কুমিল্লা শিক্ষা বোর্ডে ফল বিপর্যয় নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর । HSC Exam 2017 | Reporter Ariful
কুমিল্লা শিক্ষা বোর্ডে ফল বিপর্যয় নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর । HSC Exam 2017
কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসির ফল বিপর্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সব বোর্ডের মধ্যে একটা বোর্ডের ফলাফল খারাপ, কেন তা হয়েছে আমি জানি না। ওই এলাকা (কুমিল্লা) থেকে এত বড় বড় অফিসার আসে। কুমিল্লায় এই দুরবস্থা কেন?’।
রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গ্রহণের সময় শেখ হাসিনা এসব প্রশ্ন তোলেন।
তিনি বলেন, চলতি বছর এসএসসি পরীক্ষাতেও কুমিল্লা বোর্ডের ফল বিপর্যয় ছিল আলোচিত বিষয়। মাধ্যমিকে সারাদেশে গড় পাসের হার যেখানে ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ, সেখানে কুমিল্লায় ছিল ৬৪ দশমিক ৪৯ শতাংশ। এ ঘটনা তদন্তে ওই সময় কমিটিও গঠন করা হয়েছিল। কিন্তু পরে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মুখ্য সচিব (কামাল আবদুল নাসের চৌধুরী) থেকে সবাইতো কুমিল্লার। তিনি এখানে বসে আছেন। তার সামনেই বলি, সব বড় বড় অফিসারের বাড়ি কুমিল্লায়। এর আগের মন্ত্রিপরিষদ সচিবের বাড়িও কুমিল্লায়। কুমিল্লা কেন এত পিছিয়ে থাকবে। ঢাকার এত কাছে। এ বিষয়গুলোতে বিশেষ করে নজর দেয়া উচিত।’
এইচএসসিতে এবার কুমিল্লা বোর্ডই সবচেয়ে খারাপ ফলাফল করল। সারাদেশে এইচএসসি ও সমমানে যেখানে পাসের হার ৬৮দশমিক ৯১ শতাংশ, সেখানে কুমিল্লা বোর্ডে এই হার ৪৯ দশমিক ৫২ শতাংশ। অর্থাৎ প্রতি দুজনের একজন পরীক্ষার্থীই ফেল করেছে।
এ বছর কুমিল্লা বোর্ডে ১ লাখ ৩৭২ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪৯ হাজার ৭০৪ জন পাস করেছেন। জিপিএ ফাইভ পেয়েছেন ৬৭৮ জন।
►খেলা-ধুলার, দেশ,বিদেশ,বিনোদন,রাজনীতি,আন্তর্জাতিক,সর্বশেষ সংবাদ দেখতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হউন।সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং নোটিফিকেশান অন করে রাখুন।ইউটিউব অন করার সাথে সাথে খুব সহজেই খেলাধুলাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ পৌঁছে যাবে আপনার ইউটিউবের ওয়ালে।শতভাগ নিশ্চয়তায় নির্ভরযোগ্য সঠিক সংবাদ প্রচারই আমাদের চ্যানেলের মূল লক্ষ্য, কথা দিচ্ছি নিরাশ হবেন না। সবাইকে ধন্যবাদ।
সাবস্ক্রাইব করুন এই লিঙ্ক এ ক্লিক করে, ✓ https://goo.gl/9hGjEm
No comments