বিপিএলেও সবার সেরা মাশরাফি, কেন জানেন? | BPL News 2017 | Reporter Ariful
বিপিএলেও সবার সেরা মাশরাফি, কেন জানেন?
বাংলাদেশ ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হবে আগামী ২ নভেম্বর। আর এই আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্জাইজিগুলো।
তবে এর অর্থাৎ বিগত চার আসরে এখন পর্যন্ত সবচেয়ে সফল অধিনায়ক টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফী বিন মুর্তজা। বিগত চার আসরে তিন বারই শিরোপা জয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি।
সেই পাঁচ বছর আগে ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে শিরোপা ঘরে তুলেন মাশরাফি। এরপরের বছর আবারও আবারও একই
দলের হয়ে চিটাগাং কিংসকে হারিয়ে শিরোপা জিতে মাশরাফি বাহিনী।
পরবর্তীতে বিপিএলের তৃতীয় আসরে ঢাকা ছেড়ে কুমিল্লার জার্সি গায়ে মাঠে নামেন তিনি। ২০১৫ সালেও কুমিল্লার হয়ে খেলে বিপিএলে অধিনায়ক হিসেবে হ্যাট্রিক শিরোপা জয়ের গৌরব অর্জন করেন এই কিংবদন্তী ক্রিকেটার।
কিন্তু চতুর্থ মৌসুমে এসে কুমিল্লাকে ভালো কিছু উপহার দিতে পারেননি তিনি। গত আসরে বিপিএলের শিরোপা জয় করে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস।
তবে এখন পর্যন্ত বিপিএলে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী। গত চার আসরে ৪৫টি ম্যাচে অধিনায়কত্ব করে ৩০টিতে জয় লাভ করেন তিনি।
মাশরাফীর জয়ের হার শতকরা ৬৫ শতাংশ। মাশরাফীর পর পরিসংখ্যানের বিচারে বিপিএলের সেরা অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বরাবরই ধারাবাহিক মাহমুদুল্লাহ ৪৫ ম্যাচে অধিনায়কত্ব করেছেন।
এর মধ্যে ৫৩ শতাংশ জয়ের হার ২৪ ম্যাচে জয় পেয়েছে রিয়াদের নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি। রিয়াদের পরেই সাকিব আল হাসানের অবস্থান। ৩৬ ম্যাচে ২৩ ম্যাচে (৬৩ শতাংশ হারে) জয় পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
No comments